কেজরিওয়ালের অভিযোগ, সরকার ভাঙতে ৮০০ কোটি নিয়ে নেমেছে বিজেপি

kejriwal

kejriwal

 দিল্লি ,২৫ আগস্ট অরবিন্দ কেজরিওয়ালের আরোপ, বলেন তাদের দলের বিধায়ক কেনার জন্য তৎপর এই লোটাস দল।  তাদের দলের ৬২ বিধায়ককে আজ নিজের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী  তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । ইডি, সিবিআইয়ের অভিযান, সরকার ভাঙতে বিজেপির তৎপরতার মুখে এই বৈঠক ডাকা হয়েছিল। সেই।বৈঠকে অনুপস্থিত আপের নয় বিধায়ক । তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মোবাইল বন্ধ। বাড়িতে নেই। পরিবারের লোকেরা জানাচ্ছেন, তাঁরাও জানেন না বিধায়ক সাহেব কোথায় আছেন, তাঁদের কাছেও খবর নেই।

কেজরিওয়াল বলেন, বিজেপি ৮০০ কোটি টাকা নিয়ে নেমেছে। আপের ৪০ বিধায়ককে কিনতে মাথা পিছু ২০ কোটি টাকা করে দেওয়ার টোপ দিয়েছে। প্রসঙ্গত ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপির ঝুলিতে আছে মাত্র আট বিধায়ক। সরকার গড়ার জন্য প্রয়োজন ৩৬ বিধায়কের সমর্থন। আপের ৬২ বিধায়ক থাকলেও এই মুহূর্তে খবরের শিরোনামে নিখোঁজ নয় বিধায়ক।