তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বড় হার হয়েছে কেসিআর-এর দল বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতির। এই বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। রবিবার নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দেন কেসিআর। বৃহস্পতিবার সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। নির্বাচনে বড় পরাজয়ের কারণে মানসিকভাবে খুব একটা স্থিতিশীল ছিলেন না কে চন্দ্রশেখর রাও।
পর পর দুইবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন কেসি আর। প্রায় ৯ বছর মুখ্যমন্ত্রী থাকার পর আশা ছিল তৃতীয়বারও তেলেঙ্গানায় জয়ী হবে বিআরএস। তবে বিধানসভা নির্বাচনে ফল বিআরএস-এর বিপক্ষে যায়। বিধানসভায় ১১৯টি আসনের মধ্যে বিআরএস যেতে ৩৯ আসনে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে বসেন রেবন্ত রেড্ডি।
তেলেঙ্গানাকে নতুন রাজ্য হিসেবে গড়ে তোলাই ছিল চন্দ্রশেখরের প্রধান লক্ষ্য। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল তেলেঙ্গানা। সে রাজ্যের প্রথম বিধানসভা ভোটে তাঁর দল জেতার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেসিআর। ২০১৮ সালের তেলেঙ্গানা ভোটেও মুখ্যমন্ত্রী হিসাবে ফিরেছিলেন তিনি।