• facebook
  • twitter
Friday, 27 December, 2024

ক্যাটরিনার ভয়ে ভিকি!

মুম্বই: ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের। ভারতের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনার সঙ্গে ঘর বাঁধেন তুলনায় নবাগত ভিকি। প্রেমটা যেমন গোপন রেখেছিলেন বিয়েটা ঠিক তার উল্টো রাজস্থানে ধুমধাম করে সারেন। যদিও এক সময় তাঁদের জুটিকে মেনে নিতে সময় নিয়েছিল উভয়ের ফ্যানদের । তবে সেই না নিতে পারাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে দিব্যি সংসার করছেন অভিনেত্রী।

মুম্বই: ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের। ভারতের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনার সঙ্গে ঘর বাঁধেন তুলনায় নবাগত ভিকি। প্রেমটা যেমন গোপন রেখেছিলেন বিয়েটা ঠিক তার উল্টো রাজস্থানে ধুমধাম করে সারেন। যদিও এক সময় তাঁদের জুটিকে মেনে নিতে সময় নিয়েছিল উভয়ের ফ্যানদের । তবে সেই না নিতে পারাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে দিব্যি সংসার করছেন অভিনেত্রী। তাঁদের প্রেম নিয়ে বলিপাড়ায় ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। বিয়ের পরে অবশ্যে দুই তারকার সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের রসায়ন। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁদের দাম্পত্যের নানা গোপন কথা ফাঁস করেন তাঁরা। বিয়ের পর থেকে ভিকি ছবি নির্বাচনের একটা বড় ভূমিকা রয়েছে ক্যাটরিনার।

তবে স্ত্রীকে নাকি বড্ড ভয় পান অভিনেতা! সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, ক্যাটরিনা নাকি বড্ড খুঁতখুঁতে। শুধু তাই নয় ভীষণ নির্মম। কোনও রাখঢাখ না রেখেই বলে ফেলেন সব কিছু। ভিকির সমালোচনা করতে নাকি তাঁর স্ত্রীর জুরি মেলা ভার। অভিনেতা বলেন, ‘আসলে আমাকে যেমন কাজে সাহায্য করে ক্যাট, তেমনই কিছু ভুল হলেই এমন সমালোচনা করবে যে, তাতে কোনও রাখঢাক থাকে না। বড্ড চাঁচাছোলা হয়। ও এই বিষয়ে বেশ নির্মম। রেখে ঢেকে কিছু বলে না।’