কার্তিক আরিয়ান ‘হেরা ফেরি ৩’-এ অক্ষয় কুমারকে প্রতিস্থাপন করেছেন

মুম্বই, ১২ নভেম্বর-হেরা ফেরি ৩’-এর কাস্টিং ঘিরে প্রচুর হেরা ফেরি ঘটছে। এর আগে জানা গিয়েছিল যে অক্ষয় কুমার পরপর ৩টি ছবি করবেন – হেরা ফেরি ৩, আওয়ারা পাগল দিওয়ানা ২ এবং ওয়েলকাম ৩। প্রযোজক ফিরোজ-এর সঙ্গে সেই আলোচনাই চলছিল।এই রিপোর্টে নাদিয়াদওয়ালা, অভিনেতা অক্ষয় কুমার এবং খিলাড়ি ভক্তদের মধ্যে উত্তেজনাও তুঙ্গে ছিল। কিন্তু অবাক করার বিষয়টা ‘হেরা ফেরি ৩’ কার্তিক আরিয়ানের সঙ্গে ঘটছে। বিষয়টা হলো কার্তিক আরিয়ান অক্ষয় কুমারের স্থলাভিষিক্ত হয়েছে। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা গত কয়েক সপ্তাহ ধরে অক্ষয় এবং কার্তিক উভয়ের সঙ্গে সমান্তরাল কথোপকথন করছিলেন।

ফিরোজ হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজি পুনরুজ্জীবিত করতে আগ্রহী এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি শুরু করতে চেয়েছিলেন। ভুল ভুলাইয়া ২-এর সাফল্যের পর কার্তিক ও অক্ষয় কুমার ফ্র্যাঞ্চাইজির জন্যও একটি জনপ্রিয় সম্পত্তি তাই তিনি অক্ষয় এবং কার্তিক উভয়ের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ নিয়ে আলোচনা করছিলেন। হেরা ফেরি ৩এর জন্য  অক্ষয়  পারিশ্রমিক হিসাবে ৯০ কোটি টাকা চেয়েছেন। ফিরোজ দুটি সম্ভাব্য কাস্টিং নিয়ে স্যাটেলাইট ও ডিজিটাল প্লেয়ারের কাছে গিয়েছিলেন এবং তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করার প্রস্তাব তাঁকে অক্ষয়ের সঙ্গে কাজ করার চেয়ে চূড়ান্ত ট্যালিতে আরও লাভজনক রিটার্ন দিতে পারে। ছবিটির জন্য কার্তিককে সাইন করান ৪৫ কোটি টাকায় । ফিরোজ অক্ষয়ের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। কয়েক দফা বৈঠকের পরও কথোপকথন সঠিক পথে না চলায় অচলাবস্থায় শেষ হয়। সেটাই ছিল কফিনে শেষ পেরেক। অবশেষে, কার্তিক আরিয়ানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা ছাড়া ফিরোজ নাদিয়াদওয়ালার কোন উপায় ছিল না এবং এই জুটি এখন হেরা ফেরি ৩ পুনরুজ্জীবিত করার জন্য প্রস্তুত। ফিরোজ মনে করেন যে কার্তিক রাজুর ভূমিকার জন্য সবচেয়ে উপযুক্ত। প্রকৃতপক্ষে, পুরো স্ক্রিপ্টটি এখন কার্তিকের ইমেজকে মাথায় রেখে কাজ করা হয়েছে। হেরা ফেরি ৩ সম্ভাবত  আনিস বাজমি দ্বারা পরিচালিত হবে ।কিন্তু এখনও তা চূড়ান্ত হয়নি।