বেঙ্গালুরু, ১৩ সেপ্টেম্বর — কর্নাটকের শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করা নিয়ে যে বিবাদ তৈরি হয়েছে তার আইনি নিষ্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার নিয়মিত শুনানি হচ্ছে। তাতে শিখদের পাগড়ি পরে শিক্ষাঙ্গনে যাওয়ার বিষয়টি এলে আদালত মন্তব্য করে, পাগড়ি নিছকই ধর্মীয় পোশাক নয়। হিজাব মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে । শুনানিতে মুসলিম পক্ষ নতুন বক্তব্য হাজির করেছে। তাদের বক্তব্য, হিজাব পরা মুসলিম নারীর অধিকার । এটাকে ধর্মীয় পোশাক হিসাবেই শুধু দেখলে চলবে না। শুধু ভারতে নয়, ইউরোপ-সহ বিশ্বের নানা প্রান্তে হিজাব নিয়ে বিতর্ক চলছে। ফ্রান্স এই পোশাকে নিষেধাজ্ঞা জারি করলে সেখানে নারীবাদী সংগঠনগুলি ধর্ম নয়, এই সিদ্ধান্তে নারীর অধিকার লঙ্ঘন হয়েছে বলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।