বেঙ্গালুরু : ৩ মার্চ, ২০২৩ — ঘুষ নেওয়ার অভিযোগ কর্ণাটকের বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। ওই ব্যক্তি পেশায় সরকারি আমলা। তার ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে বাড়ি ও অফিসে তল্লাশি শুরু হয়। তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি টাকা উদ্ধার হয়। শুক্রবার গ্রেপ্তার হন বিজেপি বিধায়কের পুত্র।
কর্ণাটকের বিধায়ক মাদল বিরুপাক্ষের ছেলে প্রশান্ত রাজ্যের সোপ ও ডিটারজেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে আগেও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার সকালে তাঁর বিরুদ্ধে লোকায়ুক্ত দপ্তরে অভিযোগ জানান এক ব্যক্তি। তারপরেই প্রশান্তর অফিসে ফাঁদ পাতেন লোকায়ুক্ত আধিকারিকরা। ক্যামেরায় ধরা পড়ে তাঁর ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার ছবি । হাতেনাতে ধরা পড়ে যান বিধায়কপুত্র।এই ঘটনার পরেই বিধায়ক বিরুপাক্ষের বাড়িতেও তল্লাশি শুরু করে লোকায়ুক্ত আধিকারিকরা। সেখান থেকে ৬ কোটি টাকা উদ্ধার হয়। প্রশান্তর অফিসে তল্লাশি করে ১.৭ কোটি টাকা পাওয়া যায়। শুক্রবার সকালে গ্রেপ্তার হন প্রশান্ত। জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি বিধায়ককেও ডেকে পাঠানো হবে। কর্ণাটকের লোকায়ুক্ত দপ্তরের এক আধিকারিক জানান, “প্রশান্তের অফিসে হানা দিয়ে ১.৭ কোটি টাকা উদ্ধার করা হয়। বাবার হয়েই ঘুষ নিচ্ছেন সরকারি আধিকারিক প্রশান্ত, সেটাই প্রাথমিকভাবে অনুমান। আপাতত এই টাকার উৎস নিয়ে তদন্ত শুরু হবে।”