• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সমস্ত পড়ুয়াদের সেনা প্রশিক্ষণের বার্তা কঙ্গনার

মুম্বই: বরাবরই ঠোটকাটা হিসেবেই খ্যাত কঙ্গনা রানাউত ৷ রাজনীতি থেকে বলিউড কোনও কিছুতেই রাখঢাক না রেখেই কথা বলতেই তাকে দেখা গেছে বহুবার৷ এবার দেশের নবীন প্রজন্মকে দায়িত্বশীল করে তুলতে নতুন পন্থা বাতলালেন অভিনেত্রী৷ কঙ্গনার কথায়, ‘স্নাতক হওয়ার পরই দেশে সেনা প্রশিক্ষণ নেওয়া অতি আবশ্যক হওয়া উচিত৷ তাহলেই নবীন প্রজন্ম কুঁডে়মি এবং দায়িত্বজ্ঞানহীনতা থেকে মুক্তি পাবে৷

মুম্বই: বরাবরই ঠোটকাটা হিসেবেই খ্যাত কঙ্গনা রানাউত ৷ রাজনীতি থেকে বলিউড কোনও কিছুতেই রাখঢাক না রেখেই কথা বলতেই তাকে দেখা গেছে বহুবার৷
এবার দেশের নবীন প্রজন্মকে দায়িত্বশীল করে তুলতে নতুন পন্থা বাতলালেন অভিনেত্রী৷ কঙ্গনার কথায়, ‘স্নাতক হওয়ার পরই দেশে সেনা প্রশিক্ষণ নেওয়া অতি আবশ্যক হওয়া উচিত৷ তাহলেই নবীন প্রজন্ম কুঁডে়মি এবং দায়িত্বজ্ঞানহীনতা থেকে মুক্তি পাবে৷ সেই সময় থেকে যদি পড়ুয়াদের নিয়মানুবর্তিতা শেখানো হয়, তাহলে ভালো হয়৷ কারণ ওরাই তো দেশের ভবিষ্যৎ৷’ শুধু তাই নয়, বলিউড সেলেব এবং ক্রিকেট তারকাদের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা৷
অভিনেত্রীর মন্তব্য, ‘বলিউড তারকারা যখন চিনের শিল্পীদের প্রশংসা করেন, ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের আলিঙ্গন করেন, তখন সীমান্তে বসে সেনা জওয়ানরা প্রশ্ন তোলেন- আমি কি একাই তাহলে চিন-পাকিস্তানকে শত্রু বলে মনে করি? দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, টানাপোডে়ন কি শুধু আমার জন্যই? আর ঠিক সেই কারণেই উত্তর দিতে আমি! তেজস বানিয়েছি৷ সীমান্তে বসে যখন যুদ্ধ করছেন কোনও জওয়ান, তখন দেশের লোকেরাই ঘরে বসে তাঁর সম্পর্কে যখন কটুক্তি করেন, তখন তাঁর যে মানসিক পরিস্থিতি হয়, আমার ছবিতে দর্শকরা দেখতে পাবেন৷ বিদেশি দ্রব্যও বর্জন করা উচিত৷’ এরপর কঙ্গনাকে দেখা যাবে ‘তেজস’-এ৷ সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার৷ যুদ্ধ বিমানের পাইলটের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে৷