নতুন খবর জানানোর কয়েকঘন্টার মধ্যেই কামাখ্যায় হাজির অভিনেত্রী। এদিন গুয়াহাটির এই শক্তিপীঠে হাজির হয়ে পূজা দিলেন কঙ্গনা।পরনে পানাফুল রঙা সালোয়ার কামিজ। মাথায় তিলককাটা। খালি পা।
গলায় বেনারসি কাপড়ের উত্তরীয়। এই অবতারেই এদিন ধরা দিলেন কঙ্গনা। কঙ্গনা বরাবরই হিন্দুধর্মের প্রচারে সরব হন। এদিনও কামাখ্যা শক্তিপীঠ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লেখেন পর্দার ইন্দিরা।