• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এশিয়ান গেমসের বাংলা থেকে সুযোগ পেলেন কল্যাণীর সংগীতা বাসফোড়।

ভারত:- এশিয়ান গেমসে ভারতের মহিলা ফুটবল দল ঘোষণা করা হলো। সূত্রের খবর, হেড কোচ থমাস ডেননার্বি বেছে নিয়েছেন ২২ সদস্যের দল। যাতে এশিয়ান গেমসের বাংলা থেকে সুযোগ পেলেন কল্যাণীর সংগীতা বাসফোড়। এশিয়ান গেমসের আসর চিনের হাংঝৌয়ে বসছে ২১ সেপ্টেম্বর থেকে। চলবে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত। ফিফা দলগত ক্রমতালিকায় ভারতের মহিলা ফুটবল দল রয়েছে বিশ্বের ৬১

ভারত:- এশিয়ান গেমসে ভারতের মহিলা ফুটবল দল ঘোষণা করা হলো। সূত্রের খবর, হেড কোচ থমাস ডেননার্বি বেছে নিয়েছেন ২২ সদস্যের দল। যাতে এশিয়ান গেমসের বাংলা থেকে সুযোগ পেলেন কল্যাণীর সংগীতা বাসফোড়। এশিয়ান গেমসের আসর চিনের হাংঝৌয়ে বসছে ২১ সেপ্টেম্বর থেকে। চলবে অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত। ফিফা দলগত ক্রমতালিকায় ভারতের মহিলা ফুটবল দল রয়েছে বিশ্বের ৬১ নম্বরে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে বি গ্রুপে রয়েছে। সেই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বিশ্বের ৩৮ নম্বরে থাকা চাইনিজ তাইপে ও ৪৬ নম্বরে থাকা তাইল্যান্ড। পাঁচটি গ্রুপে রাখা হয়েছে মোট ১৭টি দেশকে। গ্রুপ এ, বি ও সি-তে রয়েছে তিনটি করে দেশ, ডি ও ই গ্রুপে রয়েছে চারটি করে দেশ। পাঁচটি গ্রুপের যারা শীর্ষস্থান দখল করবে তারা সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলারদের জন্য কোনও বয়সের সীমারেখা নেই। সব দেশই নিজেদের সেরা ফুটবলারদের বেছে নিয়ে দল গঠন করতে পারে। এশিয়ান গেমসে এই নিয়ে তৃতীয়বার অংশ নিচ্ছে ভারতের মহিলা ফুটবল দল। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ফুটবল দলে বাংলার সংগীতা বাসফোড়ের উপস্থিতি বাংলার ফুটবল মহলে খুশির হাওয়া এনেছে।