• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

ছেলের খুনের পিছনে সক্রিয় ভূমিকা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ১১ বছর পর মুখ খুললেন বরুন বিশ্বাসের বাবা

উত্তর ২৪ পরগনা , ২৭ অক্টোবর –  উত্তর ২৪ পরগনার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে খুনের পিছনে সক্রিয় ভূমিকা ছিল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ছেলের মৃত্যুর ১১ বছর পর মুখ খুললেন বরুন বিশ্বাসের বাবা।  রেশন বণ্টন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করতেই  প্রয়াত বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস বলেন, ‘জ্যোতিপ্রিয়ই আমার ছেলেকে খুন করিয়েছে। ওর ফাঁসি চাই।’ তাঁর

উত্তর ২৪ পরগনা , ২৭ অক্টোবর –  উত্তর ২৪ পরগনার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে খুনের পিছনে সক্রিয় ভূমিকা ছিল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ছেলের মৃত্যুর ১১ বছর পর মুখ খুললেন বরুন বিশ্বাসের বাবা।  রেশন বণ্টন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করতেই  প্রয়াত বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস বলেন, ‘জ্যোতিপ্রিয়ই আমার ছেলেকে খুন করিয়েছে। ওর ফাঁসি চাই।’ তাঁর দাবি, বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।

২০২১ সালের ৫ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোবরডাঙা স্টেশনে খুন হন সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। সুটিয়া গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা মহিলাদের সংগঠিত করেছিলেন তিনি। বরুণকে গোবরডাঙা স্টেশনের টিকিট কাউন্টারের সামনে  গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বরুণবাবুর বাবার দাবি, ‘জ্যোতিপ্রিয়ই আমার ছেলেকে খুন করিয়েছে। একথা আমার বড় মেয়ে বলায়, ওর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। জ্যোতিপ্রিয়র নির্দেশে গোবরডাঙা, ঠাকুরনগর ও সুটিয়া এলাকার দুষ্কৃতীরা সম্মিলিতভাবে বরুণকে মেরে ফেলে। আমি আর বেশি দিন বাঁচব না। আমার শেষ ইচ্ছা, জ্যোতিপ্রিয়র যেন ফাঁসি হয়।’

বরুণবাবুর দাদা অসিত বিশ্বাস বলেন, ‘ভাইয়ের হত্যার কোনও তদন্তই হয়নি। জ্যোতিপ্রিয় নিজে হাতে খুনে ব্যবহৃত অস্ত্র নষ্ট করে ফেলেছে। সিবিআই তদন্ত হলে সব প্রকাশ পাবে। জানা যাবে এই হত্যার সঙ্গে আর কে কে জড়িত।’
ঘটনার এক  দশকের বেশি সময় পরেও এখনও সুটিয়ায় নিজের বাড়িতে থাকতে পারেন না বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। ওই ঘটনার সময় গাইঘাটার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।