বিচারপতি বসুর ভর্ৎসনার মুখে সিবিআই ,তদন্ত শীঘ্র শেষ করার আদেশ
SNS
কলকাতা , ৬ ফেব্রুয়ারী — সোমবারবিচারপতি বসুর ভর্ৎসনার মুখে পড়তে হলো সিবিআইকে।এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার একটি মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘যে বা যারা টাকা পেয়েছে, তাদের ক্ষেত্রে সিবিআইয়ের এই ঢিলেঢালা মনোভাব কেন? এই ছ’বছরে তো অনেকে টাকা পাচার করে দিয়েছে।’
এদিন কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে বিচারপতি বেশ বিরক্তির সুরেই বলেন, ‘আদালতকে কেন বারবার বলে দিতে হচ্ছে, একে জিজ্ঞাসা করুন, ওকে জিজ্ঞাসা করুন? এটা তো তদন্তকারীদের করার কথা?’ বিচারপতি এ-ও জানতে চান, ‘নিয়োগ দুর্নীতিতে চক্রান্তকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে সিবিআই?’ বিচারপতি মন্তব্য করেন, এটা ভাল দেখায় না যে আদালতকে সবটা বলে দিতে হচ্ছে। সিবিআইয়ের জন্যও এটা ভাল বিষয় নয়।
সোমবার সিবিআইয়ের উদ্দেশে আদালত স্পষ্ট করে বলেছে, দ্রুত মামলা শেষ করতে হবে। এই মামলা আর ঝুলিয়ে রাখা যাবে না। মামলা ঝুলে থাকার কারণে নিয়োগ আটকে রয়েছে। শূন্য পদ থেকে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।