বিধায়ক মানিক ভট্টাচার্যকে  ২ ঘন্টার মধ্যে কলকাতা হাই কোর্টে হাজির করানোর নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 

কলকাতা, ৫ মার্চ –  বিধায়ক মানিক ভট্টাচার্যকে  ২ ঘন্টার মধ্যে কলকাতা হাই কোর্টে হাজির করানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারপতি। দুপুর ১টা নাগাদ প্রাথমিকের এক মামলার শুনানি চলাকালীন তাঁর  নির্দেশ, দুপুর ৩টের মধ্যে মানিককে হাইকোর্টে তাঁর এজলাসে হাজির করাতে হবে ।

মানিক এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতে ডেকে পাঠিয়েছেন মানিককে। তাঁকে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন— অ্যাপ্টিটিউড টেস্ট, নম্বর, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।প্রাথমিকে নিয়োগ মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক জেলে যাওয়ার পর থেকে তাঁর নানা আবেদন শোনা হয়েছে নিম্ন আদালতে। কিন্তু বুধবার সেই ধারা ভেঙে মানিককে হাই কাের্টে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।