সরকারি কর্মচারীকে ধমক বিচারপতির,  নির্দেশের ২৪ ঘন্টায় বকেয়া মিটলো শিক্ষিকার

কলকাতা ,৬ ডিসেম্বর — নিজের প্রাপ্য টাকা না পাওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হন শিক্ষিকা। প্রায় তিন বছর ধরে আটকে ছিল ওনার প্রাপ্য টাকা । সরকারি কর্মচারীদের কাছে হাজার বার আবেদন করেও হচ্ছিল না কাজ। সেই কাজই হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পেয়ে। একেবারে করা ভাষায় নির্দেশ দিয়েছেন বললেই চলে। কলকাতার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর -কে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশ, ‘শ্মশান বাদ দিয়ে আর যেখানেই থাকুক সংশ্লিষ্ট ওই সরকারি কর্মচারী, তাঁকে আদালতে হাজির করুন আজ দুপুর দু’টোর মধ্যে।’

অবসর নেওয়ার দু বছর কেটে যাওয়ার পরও মেলেনি টাকা। কলকাতার মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আশা শ্রীবাস্তবের অবসর হয় ২০২০ সালের ১ অক্টোবর।শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। জানান, রুরাল ডিপার্টমেন্টের কর্মচারী মহাদেব সরেন তাঁর টাকা আটকে রেখেছেন। সেই মামলাতেই গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, টাকা দিতে হবে যত শীঘ্র সম্ভব। কলকাতার ডিআই-কেও তিনি ডেকে পাঠান আদালতে। ডিআই এসে এদিন জানান, টাকা পেয়েছেন শিক্ষিকা। অর্থাৎ নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই কাজ হয়েছে।

তবে বিচারপতি এ কথা শুনেই শান্ত হননি। তিনি এদিন নির্দেশ দেন, যে সরকারি কর্মচারীর কাছে এতদিন ধরে আটকে ছিল টাকা, অর্থাৎ মহাদেব সরেন, তাঁকে আজই আদালতে হাজিরা দিতে হবে। একমাত্র শ্মশান ছাড়া তিনি যেখানেই থাকুন না কেন, হাজিরা আবশ্যিক।