‘গো হত্যা বন্ধ হলে সাত্ত্বিক জলবায়ু ফিরবে’, মন্তব্য বিচারকের
ভদোদরা, ২৩ জানুয়ারি– গোরুর গোবর দিয়ে তৈরি বাড়ি পারমাণবিক বিকিরণও রুখে দেয় বলে মন্তব্য করেছেন বিচারক। যা সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। গোরুকে মা বলে বর্ণনা করার পাশাপাশি গোবর, গোমূত্রের ক্ষমতা নিয়েও মন্তব্য করেছেন গুজরাতের বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যস। তিনি আরও বলেন, “যখন গোরুর এক ফোঁটা রক্তও পৃথিবীতে পড়বে না তখনই দুনিয়ার সব সমস্য মিটে যাবে। এই