জয়পুর: একজন প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী অপরজন বিলিয়নেয়ার ব্যাঙ্কার৷ তাদের সম্পর্ক বা বিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকবে না তা হয়৷ তারা যেখানেই থাকবেন বা যাই করবেন সবই খবর৷ সকলের নজর তো কাড়বেই৷ এখানে কথা হচ্ছে প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি আর্য ও বিলিয়নেয়ার ব্যাঙ্কার উদয় কোটাকের ছেলে জয় কোটাকের৷ মঙ্গলবার মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি আর্যকে বিয়ে করেছেন জয়৷ উদয়পুরে জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয় অন্যান্য আচার-অনুষ্ঠানও৷
সম্পর্কের সূত্রপাত কয়েক বছর আগে৷ একটি পার্টিতে দু’জনের দেখা হওয়ার পর কোটাক অদিতিকে ইনস্টাগ্রামে মেসেজ করেন৷ যার পরে দু’জন ঘনিষ্ঠ হয়ে ওঠেন৷ তারপর থেকে একাধিকবার দু’জন একসঙ্গে সময় কাটান৷ সাক্ষাৎ করেন৷
গুজব ছিল যে জয় কোটাক এবং অদিতি আর্য ২০২২ সালের অগাস্টে বাগদান সারেন৷ বাগদানের পরে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দম্পতির পোজ দেওয়ার একটি ছবিও পাওয়া গিয়েছে৷ তবে সেইসমস্ত বিষয় নিয়ে চলতি বছরের শুরুর দিকে এক্স-এ আপডেট শেয়ার না করা পর্যন্ত তাদের কেউই গুজবটি নিশ্চিত করেননি৷
জয় কোটাক, ডিজিটাল ব্যাংক Kotak811-এর সহ-প্রধান, হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ করেছেন৷ তাঁর বাবা, উদয় কোটক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা৷
আর্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখদেব কলেজ অফ বিজনেস স্টাডিজ থেকে স্নাতক এবং আর্নস্ট অ্যান্ড ইয়ং-এ গবেষণা বিশ্লেষক হিসাবে কাজ করেছেন৷ তিনি ২০১৫ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের মুকুটও পেয়েছিলেন৷ তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন৷
ইয়েল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি পেতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি রণবীর সিং অভিনীত ‘83’ সহ কয়েকটি হিন্দি এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন৷ এই বছরের মে মাসে তিনি স্নাতক হন৷