ভোপাল, ১৩ অক্টোবর– ইতিমধ্যেই মধ্যপ্রদেশে সাত জন সাংসদ মনোনয়ন পেয়েছেন৷ এ বার জল্পনা শুরু হয়েছে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামকে কেন্দ্র করে৷ কেননা আগামী রবিবার মধ্যপ্রদেশের পঞ্চম প্রার্থী তালিকা নিয়ে আলোচনায় বসতে চলেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা৷ সূত্রের মতে, মধ্যপ্রদেশে বিজেপির অবস্থা খুব সুবিধার নয় তা ভালো ভাবেই বিজেপির কেন্দ্রীয় কমিটি৷ এই আবহে গোয়ালিয়র-চম্বল এলাকায় গেরুয়া ঝড় নিশ্চিত করতে সিন্ধিয়া রাজ পরিবারের সদস্য জ্যোতিরাদিত্যকে দাঁড় করানোর কথা ভাবছেন বিজেপি নেতৃত্ব৷ শেষ পর্যন্ত তিনি দাঁড়ালে রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যা আরও এক জন বাড়তে চলেছে৷
ইতিমধ্যেই ২৩০ আসনের মধ্যপ্রদেশে চারটি তালিকায় মোট ১৩৬ জনের নাম ঘোষণা করেছে দল৷ বাকি ৯৪টি নাম৷ সূত্রের মতে, চতুর্থ তালিকায় যে ৫৭টি নাম ঘোষণা করা হয়েছিল, তাঁদের মধ্যে ফের টিকিট পাওয়া দু’ডজন মন্ত্রী রয়েছেন৷ যাঁদের অধিকাংশ বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের ঘনিষ্ঠ৷
কিন্ত্ত সূত্রের মতে, যে ৯৪টি আসন পডে় রয়েছে, সেগুলির মধ্যে অন্তত ২৫-৩০ জন আসনে বিধায়কের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে প্রবল অসন্তোষ রয়েছে৷ সে কারণে পঞ্চম তালিকায় অন্তত ২৫ শতাংশ আসনে নতুন মুখ দেওয়ার কথা ভাবছেন কেন্দ্রীয় নেতৃত্ব৷
তবে তাতে দলে অসন্তোষ বেডে় যাওয়ার সম্ভাবনা উডি়য়ে দিচ্ছেন না রাজনীতির অনেকে৷ চতুর্থ তালিকায় সাগর জেলার বন্ডা বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পাওয়ায় ইতিমধ্যেই বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন সুধীর যাদব৷ যাদব সমাজের স্থানীয় ওই নেতা বর্তমানে কংগ্রেস ও আম আদমি পার্টির সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত৷ প্রাক্তন সাংসদ সূর্য নারায়ণ যাদবের ছেলে সুধীর দল ছেডে় বেরিয়ে যাওয়ায় ওই এলাকার বড় সংখ্যক যাদব ভোট বিজেপির পাশ থেকে সরে যাওয়ার আশঙ্কা করছে দল৷ পিতা কৈলাস টিকিট পাওয়ায় ইন্দোর-৩ কেন্দ্র থেকে ছেলে আকাশ বিজয়বর্গীয়ের ভাগ্যে শিকে ছেঁডে়নি৷ শেষ পর্যন্ত টিকিট না পেলে তাঁরও বিদ্রোহী হওয়ার সম্ভাবনা রয়েছে৷ মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী তথা কট্টর হিন্দু নেতা নরোত্তম মিশ্রের কথায়, ‘‘দীপাবলি আসছে৷ তাই বিস্ফোরক তালিকার জন্য প্রস্তুত থাকুন৷’’