হায়দরাবাদ থেকে ‘ভাগ্যনগর’, তেলেঙ্গানায় ভোট প্রচারে যোগীর দাবি

হায়দরাবাদ, ২৭ নভেম্বর– বিধানসভা ভোটের আগে ফের নাম পরিবর্তন ইসু্য৷ হায়দরাবাদে জনসভা করতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করলেন, ক্ষমতায় এলে বিজেপি হায়দরাবাদের নাম পরিবর্তন করবে৷ নতুন নাম হবে ভাগ্যনগর৷
গত বছর কর্মসমিতির বৈঠকে নাম পরিবর্তনের জল্পনা বাডি়য়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই জল্পনা বাড়িয়ে এবার হায়দরাবাদের নাম পরিবর্তন ইসু্যকে ফের প্রকাশ্যে আনল বিজেপি৷ এর আগে, ২০২০-তে হায়দরাবাদ পুরসভার ভোটে প্রচার করতে সেখানে গিয়েছিলেন আদিত্যনাথ৷ প্রচারে তিনি হায়দরাবাদকে ভাগ্যনগরে পরিণত করতে মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷
প্রসঙ্গত, আরএসএস এবং বিজেপির বিভিন্ন সারির নেতারা হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করার দাবি তুলছেন দীর্ঘ দিন ধরে৷ ২০২০ সালে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরভোটের আগে হায়দরাবাদ সফরে গিয়েছিলেন৷ তিনি ভাগ্যলক্ষ্মী মন্দিরে যান৷ বিজেপি নেতাদের মতে, ভাগ্যলক্ষ্মী নামকরণ হয়েছে ভাগ্যনগর থেকে৷ এমনও বলা হয় যে, হায়দরাবাদের আসল নাম ভাগ্যনগর৷
চারমিনারের দক্ষিণ-পূর্বের মিনার লাগোয়া এই ভাগ্যলক্ষ্মী মন্দিরটি৷ আকারে ছোট৷ কিন্ত্ত বিতর্কে বড়৷ বাঁশের খুঁটি এবং ত্রিপল, টিনের ছাদ মন্দিরের৷ মন্দিরের বয়স কত, সেই প্রশ্নের স্পষ্ট কোনও জবাব নেই৷ কারণ, এর নির্দিষ্ট কোনও ইতিহাস নেই৷
তবে, অন্তত ১৯৬০ সাল থেকে এটি রয়েছে এখানে৷ এখন যে বিগ্রহ, সেটি সেই সময়ে প্রতিষ্ঠা করা হয় বলে বলছেন অনেকে৷ চারমিনারের নির্মাণ শুরু হয় ১৫৯১ সালে৷ সুলতান মহম্মদ কুলি কুতুব শাহ, তার শাসনাধীন অঞ্চলে প্লেগের দাপট শেষ হওয়াটাকে স্মরণীয় করে রাখতেই এই প্রকল্পের কাজ শুরু করেন তিনি৷
সেকেন্দ্রাবাদের সাংসদ জি কিষন রেড্ডির দাবি অনুযায়ী, এই মন্দির চার্মিনারেরও আগে তৈরি হয়েছিল৷ চারমিনারের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রয়েছে পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের৷