কম্বল বিলি কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে আজ আসানসোল আদালতে পেশ

 বর্ধমান,২৭ মার্চ — কম্বল বিতরণকাণ্ডে আজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল আদালতে পেশ । পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ বিজেপির।এবং  আসানসোল উত্তর থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। 

 গত বছরের ১৪ ডিসেম্বর, জিতেন্দ্র তিওয়ারির কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ।৮ দিনের পুলিশ হেফাজত শেষে আজ ফের জিতেন্দ্রকে আদালতে তোলা হবে। এর আগে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জিতেন্দ্র। কলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে। এর পর সুপ্রিম কোর্টেও যান জিতেন্দ্র।

সেই ঘটনায় পুলিশের এফআইআর-এ জিতেন্দ্র, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ একাধিক নাম ছিল। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনায় গ্রেফতারও করা হয় কয়েক জনকে। গ্রেফতারির আগেই, গত ১৫ মার্চ জিতেন্দ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আসানসোল সিজেএম আদালত। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।