বিয়ে নয় কর্মজীবনেই সায়, লাখ টাকা দিলেও সন্তান ধারণে অরাজি জাপানি মেয়েরা
টোকিও, ১৪ ডিসেম্বর– অর্থনীতি-প্রযুক্তি সবেতেই অনেক উন্নত জাপান। কিন্তু এই উন্নতিতেও মাথায় হাত জাপান সরকারের। জন্মহার সাঙ্ঘাতিকভাবে কমছে দেশে। এবারে জনসংখ্যায় সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিয়েটাই যে প্রধান সমস্যা। তার থেকেও বড় সমস্যা সন্তান ধারণে অনীহা। বিয়েতে বেজায় নিমরাজি জাপানের মেয়েরা। শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নেই, পুরুষরাও নাকি এখন বিয়ে করতে নারাজ।