• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রিষড়ার পর জামশেদপুরও গোষ্ঠী সংঘর্ষ, থামাতে ১৪৪ ধারা-ইন্টারনেট বন্ধ

জামশেদপুর, ১০ এপ্রিল– পশ্চিমবঙ্গের রিষড়ার পর জামশেদপুর। জামশেদপুরে গোষ্ঠী সংঘর্ষের জেরে  কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। শিল্প শহরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে শহরে। নেমেছে র‍্যাফ। পুলিশ দুই পক্ষের একাধিক ব্যক্তিতে গোলমাল করার অভিযোগে গ্রেফতার করেছে। যদিও আপাতত পরিস্থিতি শান্ত বলে জানানো হয়েছে। পুলিশ

জামশেদপুর, ১০ এপ্রিল– পশ্চিমবঙ্গের রিষড়ার পর জামশেদপুর। জামশেদপুরে গোষ্ঠী সংঘর্ষের জেরে  কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। শিল্প শহরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে শহরে। নেমেছে র‍্যাফ। পুলিশ দুই পক্ষের একাধিক ব্যক্তিতে গোলমাল করার অভিযোগে গ্রেফতার করেছে। যদিও আপাতত পরিস্থিতি শান্ত বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অশান্তির সূত্রপাত শহরের শাস্ত্রি নগর এলাকায়। ধর্মীয় পতাকার অবমাননার অভিযোগ ঘিরে রবিবার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়।

জামশেদপুর পুলিশের ডেপুটি কমিশনার বিজয় যাদব বলেন, ‘কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে শাস্ত্রীনগর এলাকায় সংঘর্ষ হয়। দুই গোষ্ঠীর লোকেরা পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গুজব থেকে সাবধানে থাকতে বলা হয়েছে জনসাধারণকে।’ জামশেদপুর জেলা পুলিশের এসপি প্রভাত কুমারও জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কদমা থানা এলাকায় আপাতত ১৪৪ ধারা বহাল থাকবে।’