কলকাতা, ১৭ অগাস্ট – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। দীর্ঘদিন ধরে অব্যবস্থা, গাফিলতি, সব কিছু জেনেও কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্যাম্পাস বা হস্টেলে কেন সিসি ক্যামেরা নেই, উঠছে সেই প্রশ্নও। সেইসঙ্গে ক্যাম্পাসের মধ্যে মদ-গাঁজা সহ বিভিন্ন মাদক সেবনের অভিযোগ রয়েছে। সেইসব অভিযোগ গুরুত্ব সহকারে বিচার করে একাধিক পদক্ষেপ করল যাদবপুর কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, ‘ছাত্র মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনা আটকাতে কী কী করা উচিত তা নিয়ে আমরা বৈঠক করেছি।’তিনি আরও বলেন, ‘আমাদের সকল অংশীদারদের প্রতি আবেদন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার। এই সংকটের সময়ে ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপকদের নিজেদের দায়িত্ব যথাযথ পালন করার অনুরোধ জানানো হচ্ছে।’
যে সমস্ত পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
- ক্যাম্পাসে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা পরিচয়পত্র ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে কোনও জাতীয় মাদক সেবন নিষিদ্ধ কেউ যদি মাদক সেবন করতে গিয়ে ধরা পড়েন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা
- বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ
- বাইক বা চার চাকার সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত স্টিকার না থাকলে ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ
- প্রতিদিন রেজিস্ট্রার মেনে চলা
- ক্যাম্পাসের গেটগুলিতে সিসি ক্যামেরা