চন্দ্রশেখর মামলায় জ্যাকলিনের অন্তর্বর্তী জামিন 

মুম্বই, ২৭ সেপ্টেম্বর– অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ । ঠগ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক তথা তার ২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় সোমবার জামিন পেলেন তিনি। সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জ্যাকলিনকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন দিল। 

  জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ, সুকেশের থেকে কোটি কোটি টাকার উপহার নিয়েছেন তিনি। গিয়েছেন বিদেশেও। এর আগে জ্যাকলিনকে দু’বার জিজ্ঞাসাবাদও করেছিল ইডি।  একদিকে এই মামলার তদন্ত করছে ইডি। অন্যদিকে সমান্তরাল তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা।

এদিন সশরীরে জ্যাকলিনকে আদালতে আসতে বলেছিলেন বিচারক। দেখা যায়, সকাল ১০টার আগেই সাদা শার্ট ও কালো ট্রাউজার পরিহিত জ্যাকলিন পৌঁছে যান আদালতে। তারপর তাঁর জামিন মঞ্জুর করে আদালত। তবে, একাধিক শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে। তারমধ্যে অন্যতম হল, কোনওভাবেই অন্য দেশে যেতে পারবেন না এই অভিনেত্রী।


২০০ কোটি টাকা দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর আপাতত জেলবন্দি। তাঁর সঙ্গে জ্যাকলিনের সখ্য নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে বলে জানা গিয়েছে।