ইজরায়েল:- হামাস জঙ্গিদের নিকেশ করতে গিয়ে নির্বিচারে প্যালেস্তানীয়দের হত্যা করছে ইজরায়েলি সেনারা। গাজা দখলে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু করেছে ইজরায়েলি সেনা। এবার টার্গেট উত্তর গাজা। সূত্রের খবর, এবার আর আকাশ পথে নয় হামাস জঙ্গিদের সঙ্গে সম্মুখ যুদ্ধে নেমেছে ইজরায়েল। একেবারে ভূমিতে যুদ্ধ চলছে। গাজা থেকে হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ইজরায়েলি সেনা। সূত্রের খবর, ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়েছেন লড়াই দীর্ঘতর হবে। হামাস জঙ্গিদের সঙ্গে ইজরায়েলি সেনার সংঘর্ষ চলছে ২৩ দিন ধরে। সেই সংঘর্ষ আরও দীর্ঘদিন চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমের বিভিন্ন দেশে প্যালেস্তানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের জেরে নিউ ইয়র্কের ব্রিজ সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয়েছিল। এদিকে ইজরায়েল-প্যালেস্তাইনের এই যুদ্ধের জন্য পশ্চিমের দেশগুলির হাত রয়েছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগান। এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে ইজরায়েলী সেনা গ্রাউন্ড অপারেশন শুরু করেছে। তাতে হামাস জঙ্গিদের তৈরি করা ১৫০টি টানেলের হদিশ পেয়েছে তারা। বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইজরায়েলিরা নিজেদের রক্ষায় লড়াই চালাচ্ছে। সূত্রের খবর, নেতানিয়া হু অভিযোগ করেছেন শয়ে শয়ে ইজরােয়লি এবং বিদেশি নাগরিকদের পণবন্দি করে রেখেছে হামাস জঙ্গিরা। তাদের উদ্ধার করতেই এই যুদ্ধ বলে জানিয়েছেন তিনি। কাজেই এই যুদ্ধের কোনও অপরাধ নেই। কারণ হামাস জঙ্গিরাও মানবতা রক্ষা করছে না। তাঁরা পণবন্দিদের হত্যা করে চলেছে।