• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৮০ ভাগ ইসরাইলি নেতানিয়াহুর বিরুদ্ধে

জেরুজালেম, ২০ অক্টোবর– দেশের জনগণের রোষের মুখে ইজরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷ বিপুল সংখ্যাগরিষ্ঠ ইজরাইনিল মনে করে, ৭ অক্টোবরের গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের হামলার জন্য নেতানিয়াহুর উচিত প্রকাশ্যে দায় স্বীকার করা৷ এমনমারিভ পত্রিকার এক জনমত সমীক্ষায় ইতোমধ্যেই ইসরাইফ ডিফেন্স ফোর্স (আইডিএফ) এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থা শিন বেত ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে৷ এমনকি দেশটির

জেরুজালেম, ২০ অক্টোবর– দেশের জনগণের রোষের মুখে ইজরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷ বিপুল সংখ্যাগরিষ্ঠ ইজরাইনিল মনে করে, ৭ অক্টোবরের গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের হামলার জন্য নেতানিয়াহুর উচিত প্রকাশ্যে দায় স্বীকার করা৷
এমনমারিভ পত্রিকার এক জনমত সমীক্ষায় ইতোমধ্যেই ইসরাইফ ডিফেন্স ফোর্স (আইডিএফ) এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থা শিন বেত ইতোমধ্যেই ওই হামলার দায় স্বীকার করেছে৷ এমনকি দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীও দায় স্বীকার করেছেন৷
সমীক্ষায় দেখা যায়, ৮০ ভাগ ইসরাইলি মনে করে যে নেতানিয়াহুরও উচিত দায় স্বীকার করা৷ গত বছরের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সমর্থন করেছে, এমন ৬৯ ভাগ লোকও এদের মধ্যে রয়েছে৷ মাত্র ৮ ভাগ লোক এর দরকার নেই বলে মনে করে৷
প্রধানমন্ত্রী হতে যে বেশি উপযুক্ত- এমন প্রশ্নের জবাবে ৪৯ ভাগ লোক ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গানজকে বাছাই করেছেন৷ নেতানিয়াহুকে পছন্দ করেছে মাত্র ২৮ ভাগ লোক৷ বাকিরা কোনো মতামত জানায়নি৷
গাজা যুদ্ধের ব্যাপারে ৬৫ ভাগ ইসরাইলি স্থল হামলার পক্ষে মত দিয়েছে, মাত্র ২১ ভাগ এর বিপক্ষে অবস্থান জানিয়েছে৷
এছাড়া ৫১ ভাগ ইসরাইলি উত্তর ফ্রন্টে ব্যাপক আকারে অভিযান চালানোকে সমর্থন করেছে৷ ৩০ ভাগ চায় সীমিত অভিযান৷ উল্লেখ্য, লেবানন থেকে হামাস ও হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান হারে হামলা চালাচ্ছে৷
আজ নির্বাচন হলে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নের জবাবেই বর্তমান কোয়ালিশন সরকারের বিরুদ্ধে জবাব পাওয়া গেছে৷ মাত্র ৪৩ ভাগ জানিয়েছে, তারা বর্তমান জোটকে ভোট দেবে৷ আর ৬৪ ভাগ বলেছে, তারা গানজকে ভোট দেবে৷ ফলে আজ নির্বাচন হলে তাদের আসন সংখ্যা ১২ থেকে বেড়ে হতে পারে ৪০৷
গত ১৮ ও ১৯ অক্টোবর লাজার ইনস্টিটিউট এই সমীক্ষা চালায়৷ এতে ৫১০ জন অংশ নেয়৷