জেরুজালেম, ১২ অক্টোবর– ইজরায়েলের জ্বালানি মন্ত্রী ইসারয়েল কাটজ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় কোনো মানবিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় বস্তু পৌঁছাবে না।
কাটজ বিবৃতিতে বলেছেন, ইজরায়েলি অপহৃতদের ঘরে ফিরিয়ে না দিলে গাজায় কোনো বিদ্যুতের সুইচ অন হবে না, চলবে না কোনো জলের কলও।
ইসরায়েলের দেড়শ’ নাগরিককে অপহরণ করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। গত শনিবার হামাসের চালানো হামলায় ইসরায়েলের ১২শ’ মানুষ নিহত হয়েছে।
সেই হামলার পরই গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল।