নিশানায় ভারতের বড় নেতা, আইএসআই মানকবি বোমাকে আটক করল রাশিয়া

মস্কো, ২২ আগস্ট– উদ্দেশ্য ছিল ভারতের কেন্দ্রীয় স্তরের কোনও বড় নেতাকে হত্যার। তার আগেই রাশিয়ায় ধরা পড়ল আইএসআইএস মানববোমা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সোমবার জানিয়েছে, যে তাঁরা একজন আত্মঘাতী জঙ্গিকে ধরেছে। যে ভারতে মানববোমা হামলার পরিকল্পনা করেছিল। পরিকল্পনাটি ছিল ভারতের কেন্দ্রীয় স্তরের কোনও বড় নেতাকে হত্যার জন্য আত্মঘাতী হামলা । ধৃত জঙ্গি আসলে মানববোমা।

ভারতের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এফএসবি নিষিদ্ধ ইসলামিক স্টেট আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের এক সদস্যকে শনাক্ত করেছে এবং আটক করেছে। ওই জঙ্গি মধ্য এশিয়ার একটি দেশের বাসিন্দা । যার উদ্দেশ্য ছিল ভারতে আত্মঘাতী হামলা করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক জঙ্গিকে তুরস্কে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে আইএসআইএস নিয়োগ করেছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইএসআইএস তার মতাদর্শ প্রচারের জন্য বিভিন্ন ইন্টারনেট-ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এজেন্সিগুলি বিষয়টি খতিয়ে দেখছে। এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।