দিল্লি,১০ মার্চ — বিচারপতি রাকেশ কুমারের এজলাসে গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে তদন্তের জন্য ইডি সময় পেয়েছিলেন ৩ দিন। কিন্তু ৩ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই কেষ্টকে আদালতে হাজির করানো হয়।আরও ১১ দিন ইডি-র হেফাজতেই থাকবেন অনুব্রত মণ্ডল। শুক্রবার এই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউয়ের সিবিআই আদালত।
ইডি সূত্রে খবর, হেফাজতে নেওয়ার পর এই ৩ দিনে অনুব্রতকে বিশেষ জেরা করে উঠতে পারেননি তদন্তকারীরা। তাই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই তৃণমূল নেতাকে আরও কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চাইছিল।শুক্রবার অনুব্রতের ৩ দিন ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে আদালতে হাজির করানো হয়। বীরভূমের জেলা তৃণমূল সভাপতির হেফাজতের মেয়াদ বাড়িয়ে বিচারকের নির্দেশ, আগামী ২১ মার্চ অনুব্রতকে আবার আদালতে হাজির করাতে হবে। তদন্তকারীদের একটি সূত্রে খবর,অনুব্রতের বিপুল সম্পত্তি কোথা থেকে এল, সে বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গরু পাচারের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। গরু পাচার চক্রের ‘মাথা’ এনামুল হক, দেহরক্ষী সেহগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য ও নথি পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই অনুব্রতকে জেরা করার প্রয়োজন। বিশেষ করে তা নথি দেখিয়ে প্রশ্ন করা হতে পারে বলেই দাবি ওই সূত্রের। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করেছে ইডি। ইডি সূত্রে দাবি, অনুব্রত ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।