চা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে ডুয়ার্সে

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ২২ মে— আন্তজার্তিক চা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি এই প্রথম চা-প্রেমীদের নিয়ে বিদেশি ডুয়ার্স টি সম্মেলন করতে চলছে৷ এই সম্মেলনে একাধিক দেশের চা ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে৷ দুবাই, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ করা হয়েছে বলে দাবি সমিতির৷ অন্যদিকে চা চাষে নিষিদ্ধ বিভিন্ন কীটনাশক ব্যবহারে বিধিনিষেধ করতে সচেতন করা হয়েছে৷

১৮৭৪ সালে ইংরেজরা প্রথম জলপাইগুড়ির গজলডোবায় চা চাষ করেছিল৷ এরপর বিভিন্ন জায়গায় চা চাষ শুরু হয়৷ এখন চায়ের সঙ্গে বড় অংশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত৷ মঙ্গলবার আন্তজার্তিক চা দিবসে জলপাইগুড়ি চায়ের দেড়শো বছরকে স্মরণ করে উদযাপন করা হচ্ছে সমিতির তরফে৷ এই কারণে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে আন্তজার্তিক পর্যায়ে সম্মেলন হতে চলছে৷ ডুয়ার্স চায়ের ভবিষ্যৎ কি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে সম্মেলনে৷ থাকবে বিদেশের প্রতিনিধিরাও৷ এদিন কদমতলা সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি লোগো উদ্বোধন করা হয়৷ সেই লোগোতে হাতি রয়েছে৷ সমিতির দাবি, উত্তরবঙ্গের চা উৎপাদনের ৬৫ শতাংশ চা ও ভারতবর্ষের ১৮ শতাংশ চা জলপাইগুড়ি ক্ষুদ্র চা বাগান থেকে আসে৷ এরপরেও দার্জিলিং চা, অসম চায়ের মত ক্ষুদ্র চায়ের নাম নেই৷ সেই দাম তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছে সমিতি৷ এ দিন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘আন্তজার্তিক চা দিবসকে কেন্দ্র করে ডুয়ার্স টি সম্মেলন হতে চলছে৷ সেখানে বিদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হচ্ছে৷ চা চাষে কীটনাশক যেন ব্যবহার না করা হয় সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে৷ কৃষকদের ধরে ধরে সচেতন করা হচ্ছে৷’