• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মাত্র ০.০৫ শতাংশ বাড়িয়ে ইপিএফে সুদের হারে ছাড়পত্র মন্ত্রিসভার

দিল্লি, ২৪ জুলাই– সোমবার ইপিএফে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তথা ইপিএফের সুদের হারে মাত্র ০.০৫ শতাংশ বাড়িয়ে প্রায় গত আর্থিক বছরের সুদ এক রেখেই এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করল ইপিএফ কর্তৃপক্ষ। সংস্থা জানিয়েছে, গত আর্থিক বছরে আমানতের উপরে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ২০২১-২২ আর্থিক বছরের জন্য ইপিএফে সুদ

দিল্লি, ২৪ জুলাই– সোমবার ইপিএফে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তথা ইপিএফের সুদের হারে মাত্র ০.০৫ শতাংশ বাড়িয়ে প্রায় গত আর্থিক বছরের সুদ এক রেখেই এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করল ইপিএফ কর্তৃপক্ষ। সংস্থা জানিয়েছে, গত আর্থিক বছরে আমানতের উপরে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

২০২১-২২ আর্থিক বছরের জন্য ইপিএফে সুদ দেওয়া হয়েছিল ৮.১০ শতাংশ। তার চেয়ে মাত্র ০.০৫ শতাংশ সুদ বাড়ানো হয়েছে। ইপিএফে সুদের হার এর আগে বরাবরই ৮.৫ শতাংশের বেশি ছিল। কিন্তু গত চার দশকের মধ্যে প্রথমবার ২০২১-২২ আর্থিক বছরের জন্য ৮.১০ শতাংশ হারে সুদ দিয়েছিল মোদী সরকার। এর আগে একমাত্র ১৯৭৭-৭৮ সালে ইপিএফে সুদের হার ছিল ৮ শতাংশ।

সোমবার এই ঘোষণার পর বাম শ্রমিক সংগঠনগুলি তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, কর্মচারীদের ভবিষ্য নিধিতে এত কম হারে সুদ কস্মিনকালেও হয়নি। মোদী জমানায় প্রতি মুহূর্তে আচ্ছে দিন অনুভব করতে পারছে মানুষ।