• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘ফ্রেশার’ দের চাপে এবছর ক্যাম্পাসিং-এ না ইনফোসিসের

দিল্লি, ১৩ অক্টোবর– এবছর আর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে না দেশের বৃহত্তর সংস্থা উনফোসিস৷ যা জানতে পেরেই মাথায় হাত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের৷ প্রতি বছরই ফ্রেশারদের চাকরি দিতে কলেজে কলেজে যায় ইনফোসিস৷ নিয়োগ করা হয় বহু সংখ্যক ফ্রেশারকে৷ অন্যদিকে, ইনফোসিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংস্থায় প্রচুর সংখ্যক ‘ফ্রেশার’ রয়েছে৷ তাই এবছর আর কলেজে কলেজে গিয়ে ক্যাম্পাসিং

Indianapolis - Circa September 2021: Infosys U.S. Education Center. Infosys is based in India and is a worldwide IT, AI and Digital Services company.

দিল্লি, ১৩ অক্টোবর– এবছর আর ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে না দেশের বৃহত্তর সংস্থা উনফোসিস৷ যা জানতে পেরেই মাথায় হাত ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের৷ প্রতি বছরই ফ্রেশারদের চাকরি দিতে কলেজে কলেজে যায় ইনফোসিস৷ নিয়োগ করা হয় বহু সংখ্যক ফ্রেশারকে৷
অন্যদিকে, ইনফোসিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংস্থায় প্রচুর সংখ্যক ‘ফ্রেশার’ রয়েছে৷ তাই এবছর আর কলেজে কলেজে গিয়ে ক্যাম্পাসিং করবে না তারা৷
এবার আর কলেজে কলেজে গিয়ে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে না ইনফোসিস৷ বৃহস্পতিবার সংস্থার ত্রৈমাসিক লাভের খতিয়ান পেশ করার পর এমনটাই জানালেন ইনফোসিস সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর সলিল পারেখ৷ উল্লেখ্য, প্রতি বছরই দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে প্রচুর সংখ্যক তরুণ ইঞ্জিনিয়ারদের চাকরি দেয় ইনফোসিস৷ সংস্থার প্রধান জানিয়েছেন, ইতিমধ্যেই সংস্থায় প্রচুর সংখ্যক ‘ফ্রেশার’ রয়েছে৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু বাজারে পরিষেবার চাহিদা কমেছে৷ এই ঘাটতির আবহে তাই এবছর আর কলেজে কলেজে গিয়ে ক্যাম্পাসিং করা হবে না৷ এদিকে ইতিমধ্যেই সংস্থায় যত সংখ্যক ফ্রেশার রয়েছে, তাঁদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান সংস্থার সিএফও নিলাঞ্জন রায়৷
ক্যাম্পাসিং নিয়ে ইনফোসিস সিএফও নিলাঞ্জন রায় বলেন, ‘এখনও পর্যন্ত যা পরিস্থিতি আছে, তাতে মনে হচ্ছে এবছর আর আমরা বিভিন্ন কলেজে গিয়ে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করব না৷ তবে প্রতি ত্রৈমাসিকেই অবস্থা খতিয়ে দেখা হবে৷ এখন সংস্থায় যে সব ফ্রেশার রয়েছেন, তাঁদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ তাই কলেজ থেকে ফ্রেশারদের এখনই নিয়োগ করবে না সংস্থা৷’