পাঞ্জাবের সেনা ছাউনিতে এলোপাথাড়ি গুলি, চার জনের মৃত্যু

চন্ডিগড়, ১২ এপ্রিল– সাত সকালে পাঞ্জাবের ভাটিন্ডার সেনা ছাউনিতে গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরই এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে স্টেশন কুইক রিঅ্যাকশন টিম।

সূত্রের খবর, কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও বোঝা যায়নি। গোটা এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

ভাটিন্ডার পুলিশ সুপার জিএস খুরানা বলছেন, সেনা ছাউনির বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এই ঘটনা কোনও জঙ্গি নাশকতা নয়। সেনা ছাউনির ভেতরেই কোনও জওয়ান গুলি চালিয়েছেন। তদন্ত শুরু হয়েছে।


সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে আচমকা গুলি চলতে শুরু করে। সঙ্গে সঙ্গেই কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় হয়ে ওঠে।