• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

ইন্ডিয়ার বহু প্রত্যাশিত হেক্সাগণের প্রযুক্তিগত সম্মেলন কলকাতায় সম্পন্ন হল

কলকাতা, ২৮ আগস্ট —হেক্সাগণ প্রযুক্তিগত সম্মেলনটি কলকাতার নভোটেল হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটিতে প্রদশন করা হয়েছে যে কিভাবে হেক্সাগণ শিল্প, উৎপাদন, পাবলিক সেক্টরে গতিশীলতা আনতে পারে এবং ডেটাকে ব্যবহার করে কিভাবে গুণমান ও সুরক্ষা বাড়ানো যায়। ভারতে হেক্সাগণের ২১০০ এর বেশি কর্মচারী রয়েছে। যার ১৪ টি শহরে অফিস এবং হায়দ্রাবাদ ও পুনেতে দুটি গবেষণা কেন্দ্র

কলকাতা, ২৮ আগস্ট —হেক্সাগণ প্রযুক্তিগত সম্মেলনটি কলকাতার নভোটেল হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটিতে প্রদশন করা হয়েছে যে কিভাবে হেক্সাগণ শিল্প, উৎপাদন, পাবলিক সেক্টরে গতিশীলতা আনতে পারে এবং ডেটাকে ব্যবহার করে কিভাবে গুণমান ও সুরক্ষা বাড়ানো যায়। ভারতে হেক্সাগণের ২১০০ এর বেশি কর্মচারী রয়েছে। যার ১৪ টি শহরে অফিস এবং হায়দ্রাবাদ ও পুনেতে দুটি গবেষণা কেন্দ্র ও উন্নয়ন কেন্দ্র রয়েছে।

কলকাতায় সেক্টর ৫ এর ইকো  সেন্টারের কাছে হেক্সাগণ ইন্ডিয়া অত্যাধুনিক পরিষেবা কেন্দ্রর নতুন অফিস খুলেছে। হেক্সাগণ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রমোদ কৌশিক বলেন ভৱাৰত বরাবরই হেক্সাগণের প্রতি মনোযোগী।আমরা আমাদের দেশের সরকার ,বেসরকারি উদ্যোগ ,কৃষক এবং নাগরিকদের সাহায্য ও সেবা করার ক্ষেত্রে এর আবদান রাখার সম্ভবনা দেখতে পাচ্ছি।