বিপদের ঘণ্টা বাজিয়ে কমেছে ভারতের ভূগর্ভস্থ জল

দিল্লি. ২৭ অক্টোবর– ভারতে ভূগর্ভস্থ পানি ঝুঁকির চরম সীমা পেরিয়েছে ভারতে ইন্দো-গঙ্গা অববাহিকার কিছু অংশে ভূগর্ভস্থ জলের পরিমাণ অপরিবর্তনীয় পরিস্থিতি (টিপিং পয়েন্ট) ছাড়িয়ে গেছে৷ জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি প্রকাশিত ‘ইন্টারকানেক্টেড ডিজাস্টার রিস্কস রিপোর্ট ২০২৩’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে৷
সংকটের যে পর্যায় অতিক্রম করলে আর পরিবর্তন সম্ভব নয়, সেই পর্যায়কে জলবায়ু বিজ্ঞানীরা টিপিং পয়েন্ট বলছেন৷ প্রতিবেদনে ২০২৫ সালের মধ্যে ভারতের সমগ্র উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ জলের প্রাপ্যতা মারাত্মকভাবে কমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ এতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার বিশ্বকে ছয়টি আন্তঃসংযুক্ত ‘টিপিং পয়েন্টের’ দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে৷
ভূগর্ভস্থ জলের প্রায় ৭০ শতাংশই কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য উত্তোলন করা হয়ে থাকে৷ প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ জলের পরিমাণ ‘টিপিং পয়েন্টের’ দিকে এগিয়ে যাচ্ছে৷ এভাবে জলর জলস্তর নিচে নেমে যেতে থাকলে কৃষকরা তাঁদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় জল পাবেন না৷  ফলে কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়বে৷
উল্লেখ্য, ভারতে বিভিন্ন শহরগুলিতে যেভাবে ভূর্গর্ভস্থ ব্যবহার করা হয় তাতে এই বিপদসীমা ছাড়িয়েছে বেশ কিছু বছর আগেই৷ কিন্তু তা সত্ত্বেও মানুষ কিছুতেই সংযমি হতে রাজী নয়৷ আর তার ফলস্বরূপ এই পরিণাম৷