ভারত:- চোটাঘাতের সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন দীপক চাহার। একটা ম্যাচও খেললেন। কিন্তু পঞ্চম টি ২০ ম্যাচের আগেই ফের চোটের দুঃসংবাদ ভারতীয় শিবিরে। সূত্রের খবর, চোটের জন্য বাড়ি ফিরে গিয়েছেন দীপক চাহার। ফলে শেষ ম্যাচে ফের পরিবর্তন হল ভারতীয় দলের প্রথম একাদশে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে জয় লাভ করেছে। দীপক চাহারের চোটের জন্য প্রথম একাদেশ পরিবর্তন করতে হল। জানা গিয়েছে, টসের সময় অধিনায়ক সূর্যকুমার বলেন, এই ম্যাচে আমাদের দলে একটাই বদল। আরশদীপ সিংহকে দলে ফেরানো হল। দীপক চহারের চোট রয়েছে। ও বাড়ি ফিরে গিয়েছে। মুকেশ কুমার তৃতীয় ম্যাচটি খেলেননি। বঙ্গ পেসার বিয়ে করার জন্য ছুটি নিয়েছিলেন। সেই সময় সিএসকের পেসার দীপক চাহারকে দলে নেওয়া হয়। মুকেশ ফিরলেও চাহারকে দলে রেখে দেওয়া হয়। চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথম একাদশে নেওয়া হয়েছিল চাহারকে। এই বছর ভারতের হয়ে খেলা সেটাই তাঁর এক মাত্র ম্যাচ। কিন্তু এক ম্যাচ খেলার পরই বাড়ি ফিরে যেতে হল তাঁকে। ভারতীয় দলে প্রত্যাবর্তন করেই টেস্ট দলের খেলার কথা জানিয়েছিলেন দীপক চাহার। সূত্রের খবর, তিনি জানান, দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলাই তাঁর লক্ষ্য যে কোন জিনিসের একটা প্রস্তুতি থাকে। আমরা সকলেই সেই প্রস্তুতি নিয়ে থাকি। রঞ্জি ট্রফির জন্য আমার প্রস্তুতি ছিল খুব ভালোই। আইপিএলের জন্যও আমি গত মরসুমে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আমি ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার জন্য আমি প্রস্তুত। ‘