• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ইজরায়েল-হামাস যুদ্ধে লাভের মুখে ভারতীয় কর্মীরা, ১ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা!

তেল আবিব, ৮ নভেম্বর–  ইজরায়েল-হামাস যুদ্ধে একদিকে প্রাণ যাচ্ছে একের পর এক নিরিহ মানুষের৷ ক্ষতির মুখে দু’দেশের লাখ-লাখ মানুষ৷ আর অন্যদিকে এই যুদ্ধই আবার লাভের মুখ দেখাতে পারে ভারতীয় নির্মাণকর্মীরা৷ ৭ অক্টোবর, যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েলি নির্মাণ শিল্প ক্ষেত্রে ব্যাপক শ্রম সংকট দেখা দিয়েছে৷ ইজরায়েলের নির্মাণক্ষেত্রে প্রায় ৯০,০০০ প্যালেস্তিনীয় কর্মী কাজ করতেন৷ ইজরায়েলে যত নির্মাণকর্মী

তেল আবিব, ৮ নভেম্বর–  ইজরায়েল-হামাস যুদ্ধে একদিকে প্রাণ যাচ্ছে একের পর এক নিরিহ মানুষের৷ ক্ষতির মুখে দু’দেশের লাখ-লাখ মানুষ৷ আর অন্যদিকে এই যুদ্ধই আবার লাভের মুখ দেখাতে পারে ভারতীয় নির্মাণকর্মীরা৷
৭ অক্টোবর, যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েলি নির্মাণ শিল্প ক্ষেত্রে ব্যাপক শ্রম সংকট দেখা দিয়েছে৷ ইজরায়েলের নির্মাণক্ষেত্রে প্রায় ৯০,০০০ প্যালেস্তিনীয় কর্মী কাজ করতেন৷ ইজরায়েলে যত নির্মাণকর্মী কাজ করেন, তার ২৫ শতাংশ৷ যুদ্ধের ফলে, এই নির্মাণকর্মীদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে৷ থমকে গিয়েছে বিবিধ ইজরায়েলি নির্মাণকাজ৷ এই অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শ্রমিক নিয়োগের কথা বিবেচনা করছে ইজরায়েলি নির্মাণ সংস্থাগুলি৷ সূত্রের খবর, ইজরায়েল সরকারের কাছে প্রায় ১ লক্ষ ভারতীয় কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য অনুরোধ করেছে ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশন৷
ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হাইম ফিগলিন জানিয়েছেন, সরকারকে অনুরোধ জানানোর পাশাপাশি, তাঁরা এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করছে৷ ফিগলিন বলেছেন, “আশা করি নির্মাণশিল্প ক্ষেত্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভারত থেকে প্রায় ৫০,০০০ থেকে ১,০০,০০০ কর্মীকে এই খাতে নিয়োগ করব আমরা৷” তবে, ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷
এতদিন পর্যন্ত ইজরায়েলে যে সকল ভারতীয় কাজ করতে যেতেন, তাঁদের অধিকাংশই ‘কেয়ার গিভার’ হিসেবে কাজ করতেন৷ এবার সেই পেশার পাশাপাশি ইজরায়েলের নির্মাণ ক্ষেত্রেও ভারতীয় কর্মীদের দাপট দেখা যাবে বলে আশা করা হচ্ছে৷
সূত্রের খবর, যুদ্ধের আগে প্রায় ৯০,০০০ প্যালেস্তিনীয় শ্রমিক ইজরায়েলের বিভিন্ন নির্মাণ প্রকল্পে নিযুক্ত ছিলেন৷ যুদ্ধ শুরুর পর থেকে ইজরায়েলে তাদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে৷ প্যালেস্তিনীয় এলাকাগুলি থেকে তাঁদের ইজরায়েলে প্রবেশই করতে দেওয়া হচ্ছে না৷ এদিকে সস্তার শ্রমিকের জোগানের জন্য গোটা বিশ্বেই ভারতের পরিচিতি রয়েছে৷ ফলে, ভারতই প্যালেস্তিনীয় কর্মীদের সঠিক বিকল্প হবে বলে মনে করছে ইজরায়েলি সংস্থাগুলি৷ চলতি বছরের মে মাসে ভারত সফরে এসেছিলেন ইজরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেন৷ সেই সময়, দুই দেশের মধ্যে শ্রম বিষয়ে এক চুক্তি সাক্ষরিত হয়েছিল৷ এই চুক্তি অনুযায়ী, বর্তমানে ইজরায়েলে নির্মাণ এবং নার্সিং সেক্টরে ৪২,০০০ ভারতীয় কর্মী কাজ করতে পারেন৷