দিল্লি,২২ নভেম্বর – কানাডার নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি। গত ২১ সেপ্টেম্বর থেকে ভিসা পরিষেবা বন্ধ ছিল। প্রায় দুমাস বন্ধ থাকার পর ফের ভিসা চালু করা হয়। জানা যায়, কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। খলিস্তানি কাঁটায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জেরেই অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত।
সেপ্টেম্বরে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার কথা ঘোষণা করে ভারত সরকার। সরকারের তরফে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক। বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। খলিস্তানি নেতা খুনে দুই দেশের চাপানউতোরের মধ্যে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রাখার ঘোষণা করে ভারত।