• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এশিয়াডের কবাডিতে প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত।

ভারত:- এশিয়াডের কবাডিতে প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। শনিবার টিম ইন্ডিয়া নামবে সোনা-রুপোর লড়াইয়ে। চাইনিজ তাইপে এবং ইরানের মধ্যে বিজয়ী দল হতে চলেছে ভারতের প্রতিপক্ষ। ক্রিকেট হোক বা কবাডি, ভারত পাকিস্তান ম্যাচ মানেই খেলায় আলাদা মাত্রা এনে দেয়। সেই ম্যাচ যদি হয় সেমিফাইনাল বা ফাইনাল হয় তাহলে উত্তেজনা একেবারে তুঙ্গে। যেমনটা দেখা

ভারত:- এশিয়াডের কবাডিতে প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। শনিবার টিম ইন্ডিয়া নামবে সোনা-রুপোর লড়াইয়ে। চাইনিজ তাইপে এবং ইরানের মধ্যে বিজয়ী দল হতে চলেছে ভারতের প্রতিপক্ষ। ক্রিকেট হোক বা কবাডি, ভারত পাকিস্তান ম্যাচ মানেই খেলায় আলাদা মাত্রা এনে দেয়। সেই ম্যাচ যদি হয় সেমিফাইনাল বা ফাইনাল হয় তাহলে উত্তেজনা একেবারে তুঙ্গে। যেমনটা দেখা গেল কবাডিতে এশিয়ান গেমসের সেমিফাইনাল ফাইনাাল ম্যাচেও। ম্যাচের শুরুটা হয়েছিল অন্যরকমভাবেই। শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। ৪-০ পয়েন্টে এগিয়ে ছিল। তারপর নবীন কুমার ঝড় তোলেন। সেই ঝড়ে উড়ে গেল পাকিস্তান। সূত্রের খবর, প্রতিপক্ষ দলের উপর আধিপত্য বিস্তার করে ভারত। কিন্ত ম্যাচের শুরুতে কড়া টক্কর দেয় পাক দল। ভারত এগিয়ে গেলেও সমতায় ফিরেছিল পাকিস্তা‌ন দল। কিন্তু কবাডির পাঙ্গায় বেশিক্ষণ দম ধরে রাখতে পারেনি পাকিস্তান দল। ম্যাচের শুরু থেকেই ভারত খেলার নিয়ন্ত্রক হয়। বিরতির সময় ৩৫-৫ ফলে এগিয়ে ছিল ভারত। জানা গিয়েছে, বিরতির পরও একইরমক ভাবে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে খেলতে থাকে ভারতীয় দল। শেষ পর্যন্ত ৬১-১৪ ফলে চির প্রতিপক্ষকে হারাল ভারত। ৪৭ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নিল ভারত। মেয়েদের পর ছেলেরাও কবাডির ফাইনালে উঠল। এই ম্যাচে পাকিস্তানকে দুইবার অল আউট করে ১২ পয়েন্ট পায়। একটা সময় ভারতীয়দের দাপটের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান দল। শেষ পর্যন্ত সম্মান রক্ষা করে ম্যাচ শেষ করাই ছিল তাদের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছি‌ল ভারতীয় কবাডি দল। এবারও আরও একধাপ এগিয়ে গেল ভারত। ফাইনালে উঠে অনন্ত রুপো নিশ্চিত করতে পেরেছে ভারতীয় দল। দিনের শুরুতে মহিলা কবাডি দল সেমিফাইনালে হারায় নেপালকে। সেই ম্যাচও জিতেছিল ভারতীয় মহিলা দল। জানা গিয়েছে,  ফাইনালে মেয়েরা খেলবে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে।