প্রথম বার ‘ইন্ডিয়া’ ব্যানার তলে বিরোধী সব দল

সাংসদের সাসপেনশনের প্রতিবাদে যন্তরমন্তরে ধরনা রাহুলদের
দিল্লি, ২২ ডিসেম্বর– বৃহস্পতিবারের পর ফের শুক্রবার৷ দিল্লির যন্তরমন্তরে ইন্ডিয়ার ব্যানারে ধরনা কর্মসূচি পালন করল ইন্ডিয়া জোটের সদস্যরা৷ সংসদে শীতকালীন অধিবেশনে রং বোমা কাণ্ডে মুখর রাজ্যসভা এবং লোকসভার ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করেছেন স্পিকার৷ তার প্রতিবাদে এই প্রথমবার ইন্ডিয়ার পতাকাতলে রাস্তায় নামলেন বিরোধী সাংসদরা৷ এর আগে বৃহস্পতিবারও সংসদের নিরাপত্তা বিচু্যতি এবং বিরোধীদের সাসপেন্ড করা নিয়ে পথে নেমেছিলেন বিরোধী সাংসদরা৷
বৃহস্পতিবার পুরনো সংসদ ভবনের মূল প্রবেশপথ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা৷ তাঁদের হাতে ছিল ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার৷ তবে ওই মিছিল ইন্ডিয়ার ব্যানারে হয়নি৷ সেখানেও অংশ নেন কংগ্রেসের তাবড় নেতা৷ অন্য দলের উপস্থিতি যদিও সেখানে সেভাবে চোখে পড়েনি৷
এই প্রথম ইন্ডিয়ার ব্যানার তলে শুক্রবার যন্তরমন্তরে রীতিমতো ধরনা কর্মসূচি পালিত করল বিরোধী দলগুলি৷ তাতে কংগ্রেসের শীর্ষ নেতারা ছাড়া উপস্থিতি ছিলেন অন্য দলের নেতারাও৷ ধরনায় ছিলেন সাসপেন্ড হওয়া সাংসদরাও৷ তৃণমূলের তরফে ছিলেন মৌসম বেনেজির নূর, ছিলেন সীতারাম ইয়েচুরি, ডি রাজারাও৷ এদিন ওই ধরনা মঞ্চ থেকেই সংসদ হানা নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধি৷ দেশের বেকারিত্বের খোঁচা দিয়ে রাহুল বলেন, ‘সেদিন সংসদে যখন হামলা হল, তখন বিজেপি সাংসদদের সাহসের বেলুন চুপসে গিয়েছিল৷ সবাই ভয়ে পালিয়েছিল৷’ রাহুল বলেন, ‘সংসদে নিরাপত্তায় গলদ হয়েছে৷ সেটা একটা সমস্যা৷ আরও একটা সমস্যা হল, কেন ওই হামলা হল৷ বিক্ষোভকারীরা আসলে বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল৷ সরকার ওদের কথা শোনে না৷’