• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাতের শহরে নিকের হাত ধরে চাঁদের হাসির বাঁধ ভাঙল, নিককে নিয়ে অটোয় চড়ে উচ্ছসিত প্রিয়াঙ্কা 

মুম্বাই , ৩ এপ্রিল – দেশে এসে এবার প্রথম দিন থেকেই পোশাকে ও মননে ঝলমলে প্রিয়াঙ্কা। একরত্তি মালতিকে প্রথমদিন এয়ারপোর্টে এক ঝলক দেখা গেছে। তবে নিক আর প্রিয়াঙ্কার চুটিয়ে উপভোগ করছেন অনুরাগীরা।  নীতা এবং মুকেশ অম্বানীর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনে  নক্ষত্রেরর হাট মুম্বইয়ে। হলিউড ষ্টার থেকে শুরু করে বলিউড, সবার নিমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে। দীর্ঘ ৫

মুম্বাই , ৩ এপ্রিল – দেশে এসে এবার প্রথম দিন থেকেই পোশাকে ও মননে ঝলমলে প্রিয়াঙ্কা। একরত্তি মালতিকে প্রথমদিন এয়ারপোর্টে এক ঝলক দেখা গেছে। তবে নিক আর প্রিয়াঙ্কার চুটিয়ে উপভোগ করছেন অনুরাগীরা।  নীতা এবং মুকেশ অম্বানীর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনে  নক্ষত্রেরর হাট মুম্বইয়ে। হলিউড ষ্টার থেকে শুরু করে বলিউড, সবার নিমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে। দীর্ঘ ৫ বছর পর আমেরিকা থেকে প্রিয়াঙ্কা চোপড়ার দেশে  নিক জোনাস।  ভারতের আন্তরিকতা ও ভালোবাসায় মজেছেন গায়ক জোনাস । আর প্রিয়াঙ্কা আবেগে ভেসেছেন প্রিয় শহরে প্রিয় মানুষটিকে সঙ্গী করে। অম্বানীদের পার্টি সেরেই প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসকে নিয়ে বেরিয়ে আসেন রাস্তায়। সোজা গিয়ে ওঠেন অটোরিকশায়। প্রিয়াঙ্কার রঙিন  ঝলমল পোশাকে বিদ্যুতের হাসি চমক দিয়ে গেলো রাতের মুম্বাইকে।  অটোয় নিকের সঙ্গে একের পর এক ছবি তুললেন অভিনেত্রী।  অনেক দিন পর দেশে ফেরার আনন্দ উপভোগ করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘ডেট নাইট অ্যান্ড অটো।’ এমনকি অটো আঙ্কেলকেও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তাঁর পোশাক নিয়েও উচ্ছসিত ছিলেন প্রিয়াঙ্কা । নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের দ্বিতীয় দিনে অমিত আগরওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন। যাতে ব্যবহার করা হয়েছে ৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি পাটোলা শাড়ি। রুপোর সুতো এবং খাদি সিল্কের উপর একটি সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করে শাড়িটি ডিজাইন করেছেন অমিত। পোশাকে ঐতিহ্যের এই মেলবন্ধন তাঁর যে অত্যন্ত প্রিয় তাও জানান , জানান পোশাক ছিল তাঁর মনের মতো, তাঁরই মতো।