দিল্লি, ১৯ ডিসেম্বর – ফের করোনার চোখ রাঙানি দেশজুড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার দেশের সমস্ত রাজ্যকে সতর্ক করে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। কেরলে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিবেশী রাজ্য কর্নাটকে ষাটোর্ধ্ব সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১,৮২৮ জন। রাজ্যগুলির মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি কেরলে। সোমবার কেরলে আরও ১ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা এক ব্যক্তির দেহে জেএন ১ এর ভাইরাস পাওয়া গিয়েছে ।
এর মধ্যে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা এক ব্যক্তির দেহে জে এন ১ -এর হদিশ মিলেছে। ওই ব্যক্তি গত অক্টোবরে সিঙ্গাপুরে গিয়েছিলেন। অর্থাৎ সিঙ্গাপুর থেকেই ওই ব্যক্তির দেহে করোনার নয়া প্রজাতির প্রবেশ হয়েছে বলে প্রাথমিক অনুমান। পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে কোভিড-সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে চিঠি দিয়েছে কেন্দ্র।