• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে পরিযায়ী পাখির সম্ভার

 দক্ষিণ ২৪ পরগনা ,১৮ জানুয়ারী — শীতকাল মানেই বিভিন্ন জায়গায় থেকে আসা সুন্দর সুন্দর পাখির সমাবেশ। এবার সুন্দরবনে দেখা মিলছে বহু পরিযায়ী পাখির। এমনিতেই সুন্দরবনে যদি খাল বিলের ওপর পাখি তো সচারচর দেখতে মেলেই কিন্তু এবার  কৃত্রিম ম্যানগ্রোভ জঙ্গলেও বেশি করে এবার দেখা যাচ্ছে এদের। রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড থেকে হাজার হাজার পাখি সমুদ্র পথ ধরে

 দক্ষিণ ২৪ পরগনা ,১৮ জানুয়ারী — শীতকাল মানেই বিভিন্ন জায়গায় থেকে আসা সুন্দর সুন্দর পাখির সমাবেশ। এবার সুন্দরবনে দেখা মিলছে বহু পরিযায়ী পাখির। এমনিতেই সুন্দরবনে যদি খাল বিলের ওপর পাখি তো সচারচর দেখতে মেলেই কিন্তু এবার  কৃত্রিম ম্যানগ্রোভ জঙ্গলেও বেশি করে এবার দেখা যাচ্ছে এদের। রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড থেকে হাজার হাজার পাখি সমুদ্র পথ ধরে দলে দলে চলে আসছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এদের কেউ দিবাচর কেউ নিশাচর।
এই বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ  বিভিন্ন অস্থায়ী অতিথি নিবাসের আশপাশে পাহারা বসিয়েছে।
পাখি বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশের প্রায় ৪০ টি প্রজাতির বিদেশি পরিযায়ী পাখি এই শীতের মরশুমে সুন্দরবনে আসে। শীতপ্রধান দেশে শীত সহ্য করতে না-পেরে তারা কম শীতপ্রধান সুন্দরবন ও ভারতের বিভিন্ন জায়গায় চলে আসে। কিছুদিন কাটিয়ে আবার নির্দিষ্ট সময় ফিরে যায়।