জীবাণুতেই হাসপাতালে ম্যাডোনা 

ফ্রান্স: ক’দিন আগে নিজের বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন কিংবদন্তি পপ-তারকা ম্যাডোনা । সঙ্গে-সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পর বেশকিছুদিন তাঁকে থাকতে হয়েছে হাসপাতালের আইসিইউ বিভাগে। বর্তমানে ৬৪ বছরের গায়িকা বাড়ি ফিরেছেন। বাড়িতেই চলছে চিকিৎসা। ম্যাডোনার ম্যানেজার জানিয়েছেন, গুরুতর জীবাণু সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা। আপাতত তাঁর চিকিৎসা চলবে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ম্যাডোনার যাবতীয় অনুষ্ঠানগুলি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে।

বুধবার ইনস্টাগ্রামে ম্যাডোনার অসুস্থতার কথা ভক্তদের জানান ম্যানেজার গাই ওসেরি। তাঁর কথায়, “একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে” গায়িকাকে। আরও জানান, তাঁর স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। ফলে আগামী যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। কিছুদিন পরেই ‘ওয়ার্ল্ড ট্যুরে’র কথা ছিল, তাও আপাতত স্থগিত করা হচ্ছে। গাই জানিয়েছেন, কিংবদন্তি গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দায়িত্ব নিয়ে অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তাঁর মেয়ে লর্ডেস লিওন।

উল্লেখ্য, নিজের সঙ্গীত জীবনে চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে ‘সেলিব্রেশন ট্যুরে’র ঘোষণা করেছিলেন পপ তারকা। ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই তা শুরু হওয়ার কথা ছিল। আমেরিকার পর ইউরোপ হয়ে ১ ডিসেম্বরে আমস্টারডামে শেষ জলসার হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সংক্রমণ আক্রমণে কাবু ম্যাডোনার যাবতীয় সফর বাতিল করা হল।