ভারত:- আজ থেকেই কাটা যাবে বিশ্বকাপের টিকিট। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হবে অক্টোবরের ৫ তারিখ থেকে। তবে একবারেই সব ম্যাচের টিকিট কাটতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বুকমাইশো বিশ্বকাপের অফিসিয়াল পার্টনার হয়েছে। তাদের মাধ্যমে বিশ্বকাপের টিকিট বিক্রি করা হবে। বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ অক্টোবরে শুরু হলেও সেপ্টেম্বরের ২৯ তারিখ থেকে শুরু হয়ে যাবে প্রস্তুতি ম্যাচগুলি। বিশ্বকাপ ফাইনাল হবে ১৯শে নভেম্বর। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সংখ্যা রয়েছে ১০টি। এর পাশাপাশি বিশ্বকাপে থাকছে ৪৮টি ম্যাচ। আইসিসির কমার্শিয়াল পার্টনার মাস্টারকার্ড। ফলে বিশ্বকাপের টিকিট কাটার ক্ষেত্রে ২৪ ঘণ্টার বিশেষ উইন্ডো থাকছে যাঁদের মাস্টারকার্ড রয়েছে। ভারত বাদে বাকি ম্যাচগুলির টিকিট আজ সন্ধ্যা ৬টা থেকে কাটতে পারবেন মাস্টারকার্ড থাকা ক্রিকেটপ্রেমীরা। জানা গিয়েছে, মাস্টারকার্ড প্রি-সেলের দ্বিতীয় ধাপে ২৯ অগাস্ট সন্ধ্যা ৬টা থেকে এই কার্ড থাকা ক্রিকেটপ্রেমীরা কাটতে পারবেন প্রস্তুতি ম্যাচগুলি বাদে ভারতের ম্যাচগুলির টিকিট। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কাটতে পারবেন মাস্টারকার্ডের পরিষেবার আওতায় থাকা ক্রিকেটপ্রেমীরা। ভারত ছাড়া অন্য দলগুলির প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলির টিকিট সাধারণ ক্রিকেটপ্রেমীরা কাটতে পারবেন ২৫ অগাস্ট রাত রাত ৮টা থেকে। গুয়াহাটি ও ত্রিবান্দ্রমে ভারতের প্রস্তুতি ম্যাচগুলির টিকিট কাটা যাবে ৩০ অগাস্ট রাত ৮টা থেকে। চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের খেলাগুলির টিকিট ৩১ অগাস্ট রাত ৮টায় বুকমাইশো-র সাইটে গিয়ে কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ধরমশালা, লখনউ ও মুম্বইয়ে অনুষ্ঠেয় ভারতের ম্যাচগুলির টিকিট ১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে কাটা যাবে। বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচগুলির টিকিট ২ সেপ্টেম্বর রাত ৮টা থেকে কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে কাটা যাবে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট ১৫ সেপ্টেম্বর রাত ৮টা থেকে কাটা যাবে বলে জানানো হয়েছে।