• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘আমি শাহরুখ খান হতে চেয়েছিলাম’ মুম্বই আসার আসল গল্প শোনালেন স্বরা ভাস্কর

মুম্বাই, ১৪ সেপ্টেম্বর– শাহরুখ খান হতে চেয়েছিলেন সেই স্বপ্ন নিয়েই দিল্লি থেকে মুম্বই এসেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চোখে ছিল অনেক স্বপ্ন। হিন্দি ছবির নায়িকা হওয়ার জন্যই প্রায় গোটা সংসার তুলে নিয়ে এসেছিলেন মুম্বইতে। তবে সেই পথ চলা মোটেই খুব একটা সহজ ছিল না।দিল্লি থেকে মুম্বইয়ের জার্নির ইতিহাসের কথা শেয়ার করলেন স্বরা। অভিনেত্রীর কথায় ” আমার

মুম্বাই, ১৪ সেপ্টেম্বর– শাহরুখ খান হতে চেয়েছিলেন সেই স্বপ্ন নিয়েই দিল্লি থেকে মুম্বই এসেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চোখে ছিল অনেক স্বপ্ন। হিন্দি ছবির নায়িকা হওয়ার জন্যই প্রায় গোটা সংসার তুলে নিয়ে এসেছিলেন মুম্বইতে। তবে সেই পথ চলা মোটেই খুব একটা সহজ ছিল না।দিল্লি থেকে মুম্বইয়ের জার্নির ইতিহাসের কথা শেয়ার করলেন স্বরা। অভিনেত্রীর কথায় ” আমার লক্ষ্য ছিল একটাই। আমি হিরোইন হব। আমি শাহরুখ খান হতে চেয়েছিলাম। সব জিনিসপত্র নিয়ে আমি মুম্বইয়ে পা রাখি। আমার মা-বাবা আমাকে বিছানা থেকে শুরু করে ট্র্যাঙ্ক পর্যন্ত দিয়ে দিয়েছিল।দিল্লির বাড়িতে আমার যা জিনিস ছিল তার ৯৯ শতাংশই আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। আমার তো তখন মনে হয়েছিল যে মা ভাবছে আমি আর কোনওদিন বিয়ে করব না। তাই বিয়েতে যা যা দেওয়ার ইচ্ছে ছিল সেগুলো সব ওই ট্র্যাঙ্কে ভর্তি করে পাঠিয়ে দিয়েছিল। বাসনপত্র থেকে শুরু করে প্রেসার কুকুর সহ যাবতীয় জিনিস আমার সঙ্গে পাঠিয়েছিল। এত জিনিসপত্র নিয়ে আমিই বোধয় একমাত্র মানুষ যে মুম্বই এসেছিলাম।” কিন্তু শাহরুখ হওয়া কি আর মুখের কথা? বলিউডের বাদশা হওয়ার স্বপ্ন নিয়ে ফিল্মি শহরে পা রেখেছিলেন স্বরা।এখন সে বলিউডের প্রতিষ্ঠিতো অভিনেত্রী।