‘ আই লাভ কেওড়াতলা মহাশ্মশান ‘ ভুয়ো পোস্টটি ঘিরে চাঞ্চল্য ,কড়াভাষায় নিন্দা করলেন মুখ্যমন্ত্রী 

কলকাতা,১১ এপ্রিল — এবার ভুয়ো খবর দেখানোয় চটলেন মুখ্যমন্ত্রী। কেওড়াতলা মহাশ্মশানের একটি ছবির ওপর ‘ আই লাভ কেওড়াতলা মহাশ্মশান ‘ লেখা একটি পোস্ট ঘিরে সোমবার তোলপাড় নেটদুনিয়া। গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিলেন তিনি। এই ভুয়ো খবর ঘিরে দিনভর তোলপাড় সমাজমাধ্যম।

নবান্নে মুখ্যমন্ত্রী এর নিন্দা করে বলেন, ‘‘আজও সারাক্ষণ ভুয়ো খবর দেখিয়ে চলছে। এমনকি, কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে ঘটনার তদন্তেরও নির্দেশ দেন তিনি।ও পুলিশ কমিশনারকে খতিয়ে দেখতে বলব। ভুয়ো খবর দেখানোর বিরুদ্ধে আইন রয়েছে। সেই মতো কাজ হবে। কলকাতা মহাশ্মশান নিয়ে ভুয়ো খবর। ‘আই লাভ কেওড়াতলা’ একটি পোস্টে লেখা হয়েছে। এটা হয়নি, মিথ্যা কথা।’’ তিনি আরও বলেন, ‘‘শ্মশান কেউ ভালবাসে বলতে পারে? যেখানে মানুষের শেষ দেখা হয়। এ সব যাঁরা করছেন, তাঁদের ধিক্কার। রবিবার থেকে কিছু লোক, সংবাদমাধ্যমের একাংশও ভুয়ো খবর চালাচ্ছে। আমাকে গালাগাল দাও, মেনে নেব। কিন্তু কোনও ঘৃণা ভাষণ বরদাস্ত করব না। পদক্ষেপ হবে।’’ স্থানীয় ৮৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি মালা রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেটাই পুলিশ তদন্ত করে দেখবে। কে ওই পোস্ট করেছেন, জানা গিয়েছে।’’