ইসলামাবাদ, ২৮ ডিসেম্বর– জরাজীর্ন পাকিস্তানের অবস্থা ফের একবার বিশ্বের সামনে এসে গেল। পাক প্রধানমন্ত্রীর বক্তৃতা থামিয়ে এক দর্শক বলে উঠলেন তাঁদের খাবার কখন পরিবেশন করা হবে।
যদিও ঘটনাটি সোমবারের কিন্তু সমাজমাধ্যমে তার ভিডিও ছড়িয়েছে বুধবার। জানা গেছে, খাইবার পাখতুনখাওয়ায় এক সমাবেশে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খাইবার পাখতুনখাওয়ার উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করতে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশে ভাষণ দেওয়ার সময় মাঝপথে প্রধানমন্ত্রীর ভাষণ থামিয়ে উপস্থিত এক দর্শক দাঁড়িয়ে প্রশ্ন ছুড়লেন যে, তাঁদের খাবার কখন পরিবেশন করা হবে।
আচমকা এমন প্রশ্নে শেহবাজ সামান্য হতবাক হলেও, উত্তরে তিনি বলেন, ‘‘আপনি বসে পড়ুন। খুব তাড়াতাড়ি খাবার দেওয়া হবে।’’ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শেহবাজ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর প্রাদেশিক সরকারের নীতির সমালোচনা করেছেন ওই সমাবেশে। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর হাজি গোলাম আলি, পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব-সহ আরও অনেকে সমাবেশে উপস্থিত ছিলেন।