লালুপুত্র তেজস্বী এবং মেয়েদের বাড়ি থেকে বাজেয়াপ্ত বিপুল অর্থ, সোনা এবং বিদেশি মুদ্রা : রিপোর্ট 

পাটনা, ১১ মার্চ — লালুপুত্র তেজস্বী এবং পরিবারের অন্য সদস্যদের বাড়ি থেকে পাওয়া গেছে বিপুল পরিমান অর্থ, সোনা এবং বিদেশি মুদ্রা।  শুক্রবার তেজস্বীর দিল্লির বাড়ির পাশাপাশি পটনা, মুম্বই, রাঁচীতে লালু পরিবারের একাধিক সদস্য এবং পরিজনেদের মোট ২৪টি ঠিকানায় শুক্রবার তল্লাশি অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইডি। বিভিন্ন সূত্রের খবর, লালুর ছেলে এবং মেয়েদের বাড়ি থেকে ৭০ লক্ষ নগদ টাকা, দেড় কিলোগ্রাম সোনার গয়না, ৫৪০ গ্রামের সোনার বাট এবং ৯০০ ডলার উদ্ধার করা হয়েছে বলে দাবি। চলতি সপ্তাহে এই মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং কন্যা মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তার আগে লালু এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশিও চালানো হয়েছিল। এ বার দুই কেন্দ্রীয় সংস্থা ‘নিশানা’ করেছে লালু-রাবড়ীর পুত্র তেজস্বীকে। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ তুলেছে। আরজেডির তরফে জানানো হয়েছে, তেজস্বী তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গেলে ইডি তাঁকে হেনস্থা করেছে।

ঘটনাচক্রে, ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে শনিবার নোটিস পাঠিয়েছে সিবিআই। লালু প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন (২০০৪-০৯) বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ ডি’ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধে।