কন্যাসন্তান জন্ম দেওয়ার অপরাধে বিষ খাইয়ে গৃহবধূকে খুন 

মুর্শিদাবাদ ,২৯ এপ্রিল — কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে প্রাণের বলি দিতে হল গৃহবধূকে। বধূকে মারধর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।  

নির্মম এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া ডুবো পাড়া এলাকায়। মৃতার নাম শিবানী মণ্ডল। ২২ বছর বয়সি শিবানীর সঙ্গে বাপি মণ্ডল নামে এক যুবকের বিয়ে হয়েছিল বছর তিনেক আগে। দম্পতির দেড় বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে।

মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, শিবানীর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির লেগেই থাকতো। মেয়ে হওয়ার পর থেকেই শিবানীর উপর অত্যাচারের মাত্রা বেড়েছিল। এমনকী, আগে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে হরিহরপাড়া থানায় শিবানী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে সূত্রের খবর।

শুক্রবার তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বধূকে মারধর করে জোর করে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী।