• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উত্তরপ্রদেশের সাবান কারখানায় ভয়াবহ  বিস্ফোরণ, মৃত ৪ 

মীরাট , ১৭ অক্টোবর –  উত্তরপ্রদেশের মীরাটের একটি সাবান তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল মঙ্গলবার।  বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচজন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । মীরাটের জেলাশাসক দীপক মিনা জানিয়েছেন, “সাবান তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।

মীরাট , ১৭ অক্টোবর –  উত্তরপ্রদেশের মীরাটের একটি সাবান তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল মঙ্গলবার।  বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচজন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

মীরাটের জেলাশাসক দীপক মিনা জানিয়েছেন, “সাবান তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। আহতরা এখন বিপদ মুক্ত ।” বিস্ফোরণের কারণ প্রসঙ্গে জেলাশাসক বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, যন্ত্রপাতিতে কোনও রাসায়নিক ব্যবহারের ফলে এই ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাঁরা এই কারখানার শ্রমিক ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের পরিবারের সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। একইসঙ্গে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর নির্দেশও দেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।