কলকাতা, ১ মার্চ — এখনই বন্ধ হচ্ছে না কলকাতার হুক্কা বার। সিঙ্গেল বেঞ্চের আগেকার রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, আগামী ৩ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভাকে পেপারবুক জমা দিতে হবে। ৬ সপ্তাহ পর আবার মামলাটির শুনানি হবে।
রাজশেখর মান্থার একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করে কলকাতা পুরসভা। আর্জিতে বলা হয়, শহরের সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ দিক আদালত। তবে বুধবার এই শুনানিতে হুক্কা বার মালিক পক্ষের আইনজীবী মেঘলা দাস যুক্তি দেন এমন কোনও আইন নেই, যাতে ওই বারগুলি বন্ধ করা যাবে। টানা সওয়াল জবাবের পর একক বেঞ্চের নির্দেশই বহাল রাখে আদালত।
হুক্কা বার মালিকদের দাবি, হুক্কায় ভেষজ তামাক ব্যবহার করা হচ্ছে। তাই পুরসভা সিদ্ধান্ত বদল না করলে হাজারের বেশি রেস্তরাঁর ব্যবসা ধাক্কা খাবে। তা ছাড়া, কিসের ভিত্তিতে হুক্কা বার বন্ধ করতে চায় পুরসভা তা নিয়ে প্রশ্ন তোলে তারা।